পাটনা: বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে প্রায় ৬৪ কোটি টাকার ড্রাগ, মদ, নগদ এবং অন্যান্য সামগ্রী জব্দ হল এই ড্রাই রাজ্যে। এর মধ্যে মদ রয়েছে ২৩.৪১ কোটি টাকার, ড্রাগ রয়েছে ১৬.৮৮ কোটির, অন্যান্য সামগ্রী ১৪ কোটি টাকার এবং নগদ জব্দ হয়েছে ৪.১৯ কোটি টাকার। গত ৬ অক্টোবর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে লাগাতার অভিযান চালায় এনফোর্সমেন্ট এজেন্সিগুলি। তাতেই জব্দ হয় এই বিপুল অঙ্কের নিষিদ্ধ সামগ্রী। এই ক’দিনে গ্রেফতার করা হয়েছে ৭৫৩ জনকে। নির্বাচন কমিশনের তরফে বিবৃতি প্রকাশ করে বিষয়টা জানানো হয়েছে। কমিশনের দাবি, নির্বাচনের আগে ভোটাররা যেন প্রভাবিত না হয় তা নিশ্চিত করতেই এই ধরনের অভিযান। আগামী দিনে রাজ্যজুড়ে আরও কড়া নজরদারি চালানো হবে। নির্বাচনের সময়ও অশান্তি এড়াতে নিরাপত্তায় খামতি রাখছে না কমিশন। ইতিমধ্যেই প্রথম ধাপের জন্য ১২১ জন সাধারণ পর্যবেক্ষক এবং ১৮ জন পুলিশ পর্যবেক্ষক এবং দ্বিতীয় ধাপের জন্য ১২২ জন সাধারণ পর্যবেক্ষক এবং ২০ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। ক্ষমতায় আসার পর বিহারে মদ নিষিদ্ধ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে ভোটের আগে ‘ড্রাই’ বিহারে মদের ফোয়ারা ছুটছে বলা যায়।