• নির্দল প্রার্থী হয়ে লড়বেন অভিনেতা পবন সিংয়ের স্ত্রী
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • পাটনা: ভোটমুখী বিহারে বিজেপি দলে ফিরিয়েছে ভোজপুরি অভিনেতা পবন সিংকে। দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিংয়ের সঙ্গে বিবাদ ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পবন। এবার অবশ্য ভোটের লড়াইয়ে নেই। পবন নিজেই জানিয়েছেন, বিধানসভা ভোটে প্রার্থী হবেন না। তবে বিজেপির সৈনিক হিসেবে কাজ করবেন। এরইমধ্যে ভোটের ময়দানে পা রাখলেন অভিনেতার স্ত্রী জ্যোতি। কারাকাট বিধানসভা আসনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন তিনি। 

    জ্যোতির বাবা রামবাবু জানিয়েছেন,  ‘ ২০২৪ সালের লোকসভা ভোটে পবনের হয়ে প্রচার করেছিল জ্যোতি। সেই সূত্রেই জ্যোতির সঙ্গে কারাকাটের জনতার অত্যন্ত গভীর সম্পর্ক তৈরি হয়েছে।’  সূত্রের খবর, প্রাক্তন ভোটকুশলী তথা জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের পরই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পবন-পত্নী। যদিও এবিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

    উল্লেখ্য, স্বামী পবনের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন জ্যোতি। তা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ চরমে উঠেছে। পাল্টা মুখ খুলেছেন পবনও। যদিও জ্যোতি জানিয়েছেন, তাঁর প্রার্থী হওয়ার সঙ্গে পবনের সঙ্গে তাঁর চলতি বিবাদের কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, ‘গত ভোটে আমি ওকে সাহায্য করেছিলেনা। গোটা এলাকায় চষে বেড়িয়েছি। আমি ভোটে লড়তে চাই। আমি অনেক কাজ করেছি। মানুষ সেটা জানে।’
  • Link to this news (বর্তমান)