রাঁচি: একা লড়ার ঘোষণা করেও পিছিয়ে এল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সোমবার আনুষ্ঠানিকভাবে হেমন্ত সোরেনের দল ঘোষণা করল বিহার নির্বাচনের লড়াইয়ে তারা অংশগ্রহণ করছে না। ঝাড়খণ্ডের শাসকদলের অভিযোগ, মহাজোটের দুই শরিক আরজেডি ও কংগ্রেসের ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ কারণে তারা প্রতিদ্বন্দ্বিতা করবার সুযোগ পায়নি। জেএমএম নেতা সুদিব্য কুমার বলেছেন, ‘আরজেডি ও কংগ্রেস রাজনৈতিক ষড়যন্ত্র করে জেএমএমকে বঞ্চিত করেছে। এর যথাযোগ্য জবাব দেওয়া হবে। আগামী দিনে ঝাড়খণ্ডে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎ ভেবে দেখা হবে।’
২ দিন আগেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জানিয়েছিল, আসন রফা না হওয়ায় বিহার ভোটে একাই লড়বে তাঁরা। ৬টি আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণাও করে তাঁরা। তাঁরা জানিয়েছিল, চাকাই, ধামদাহা, কাটোরিয়া, মণিহারি, জামুই ও পিরপৈনতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁরা। সোমবারই ছিল এই আসনগুলিতে প্রার্থী দেওয়ার শেষ দিন।