• বাসন্তীতে দুই বাইকের সংঘর্ষে মৃত ২, কামালগাজি ফ্লাইওভারে দুর্ঘটনায় আহত ৩
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দু’টি পৃথক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাসন্তীর আমঝাড়া এলাকায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম আব্দুল হালিম মোল্লা (২৫) ও সাইফুদ্দিন মোল্লা (২৪)। সূত্রের খবর, ওইদিন রাতে বাসন্তী হাইওয়েতে দু’টি বাইকই বেপরোয়া গতিতে যাচ্ছিল। সামনা-সামনি আসার পর চালকরা উভয়েই নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান অন্যজন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওইদিন রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি বাইক ক্যানিং থেকে বাসন্তীর দিকে যাচ্ছিল। অপরটি বাসন্তী থেকে ক্যানিংয়ে আসছিল। ঢুড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দু’জনেই পরস্পরকে ধাক্কা মেরে রাস্তায় ছিটকে পড়েন। বাসন্তী হাইওয়ের উপর প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। পুলিশের বক্তব্য, নানাভাবে সচেতন করা হলেও চালকরা সেকথা কানে তোলেন না।

    এদিকে, সোমবার সকালে কামালগাজি ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পিছন থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে আরেকটি বাইককে। দুর্ঘটনার জেরে সামনের বাইকের চালক ছিটকে গিয়ে রেলিং টপকে নীচে একটি দোকানের শেডের উপর গিয়ে পড়েন। যে বাইকটি ধাক্কা মেরেছে, তাতে দু’জন ছিলেন। তাঁরা ফ্লাইওভারের উপরেই পড়ে যান। নরেন্দ্রপুর থানার পুলিশ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ জানিয়েছে, যে নীচে পড়ে গিয়েছিলেন, তাঁর নাম অরুণ নস্কর। তিনি বারুইপুরের বাসিন্দা। তাঁর আঘাত গুরুতর। 

    ফ্লাইওভারের নীচে থাকা দোকানদারদের দাবি, একটি জোরে শব্দ হয়। আমরা বেরিয়ে দেখি, শেডের উপর এক ব্যক্তি পড়ে আছেন। মাটিতে পড়ল হয়তো প্রাণ চলে যেত।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)