• বেগমপুর খুন কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: একাদশীর দিন বারুইপুরের বেগমপুর থেকে উদ্ধার হয়েছিল শান্ত মণ্ডল নামে এক যুবকের গলার নলি কাটা দেহ। খুনের ন’দিন পরে নিহতের জামাইবাবু সহ চারজনকে গ্রেফতার করেছিল বারুইপুর থানার পুলিশ। সোমবার অভিযুক্ত জামাইবাবু দেবব্রত পাত্র সহ চারজনকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে খুনের পুনর্নির্মাণ করল তারা। এছাড়া এদিনই খাল থেকে উদ্ধার হয়েছে খুনের দিন ব্যবহৃত ধারালো কাটারি। পুলিশকে এদিন অভিযুক্ত দেখান, কী করে খুন করা হয়েছিল পিয়ালীর বাসিন্দা শান্ত মণ্ডলকে। দশমীর দিন তাঁকে খুন করেছিলেন তাঁরা। শ্যালকের উন্নতি দেখে আক্রোশ থেকেই তাঁকে খুন করেন জামাইবাবু দেবব্রত। শ্যালকের বেঙ্গালুরুতে গাঁজার ব্যবসা ছিল। অন্যদিকে জামাইবাবু দেবব্রতও বেঙ্গালুরুতে খাবারের অর্ডার নেওয়ার কাজ করতেন। কিন্তু সেই খাবারের ব্যবসায়ে মন্দা নেমেছিল। উল্টোদিকে গাঁজার ব্যবসায় ফুলে-ফেঁপে উঠেছিলেন শান্ত। এতেই খেপে যান দেবব্রত। সেখান থেকেই শ্যালককে খুন করেন তিনি।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)