অসামাজিক কাজে যুক্ত হতে নারাজ, বিষ দিয়ে ছাত্রীকে খুনের অভিযোগ
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অসামাজিক কাজে যুক্ত হতে রাজি না হওয়ায় ভাঙড়ের এক নাবালিকাকে কীটনাশক খাইয়ে খুন করার অভিযোগ উঠল। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল ওই ছাত্রীর। সেখান থেকে শুরু হয় বন্ধুত্ব। কিছুদিন আগে মুর্শিদাবাদের লালবাগ থানা এলাকায় ডেকে পাঠানো হয়েছিল নাবালিকাকে। অভিযোগ, এরপরই কুকর্মে লিপ্ত হতে চাপ দেওয়া হচ্ছিল তাকে। রাজি না হওয়ায় ওই নাবালিকার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে লালবাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিপদ বুঝে চম্পট দেয় সেই মহিলা। এদিকে, এই খবর পেয়ে ভাঙড় থেকে ওই পড়ুয়ার বাড়ির লোক সেখানে যান। লালবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। মেয়ের অবস্থার অবনতি হলে কলকাতার নীলরতন সরকার হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন আগে তার মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর জানতে পেরে মৃত ছাত্রীর বাড়ি যান রাজ্য শিশু কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস। তিনি সোমবার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। আমরা প্রশাসনকে যাবতীয় পদক্ষেপ করার কথা বলেছি। এদিকে, লালবাগ থানার পুলিশ ওই মহিলার খোঁজ শুরু করেছে।