• অস্ত্র দেখিয়ে তোলাবাজি, গ্রেফতার
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বারুইপুর: হেলমেট ছাড়াই বাইক চালিয়ে দাপিয়ে বেড়াত এলাকা। ফেসবুক প্রোফাইলে নিজেকে বারুইপুর পুরসভায় কর্মী হিসেবে পরিচয় দিত যুবক। নাম টুকান অধিকারী। বাড়ি বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ড নতুনপাড়ায়। বন্দুক হাতে তোলাবাজি, মস্তানির অভিযোগে বারুইপুর থানার পুলিশ রবিবার রাতে তাকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও তিনটি গুলি। স্থানীয়দের দাবি, বন্দুক দেখিয়ে টাকা চাওয়া প্রায় অভ্যেসে পরিণত হয়েছিল। একের পর এক অভিযোগ আসছিল পুলিশের কাছে। শেষপর্যন্ত গোলপুকুর এলাকা থেকে তাকে ধরা হয়। কোথা থেকে টুকান বন্দুক পেল তাও খতিয়ে দেখছে পুলিশ।

    এদিকে, টুকান গ্রেফতারে অস্বস্তিতে শাসকদল। কারণ তার প্রোফাইলে বারুইপুরের তৃণমূল নেতা সহ কাউন্সিলারদের নাম উল্লেখ করে একাধিক পোস্ট করা হয়েছে। সেখানে তাকে তৃণমূলের মিছিলে হাঁটতেও দেখা গিয়েছে। এতেই সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দল। বারুইপুরের বিজেপি নেতা গৌতম চক্রবর্তী বলেন, এদের মতো দুষ্কৃতীকে বারুইপুর পুরসভার অধিকাংশ কাউন্সিলার পুষে রেখেছে। ভোট এলে কাজে লাগায়। টুকান বারুইপুর পুরসভার কর্মী বলেছে নিজেকে। এর থেকে লজ্জার কিছু নেই। বিধায়কদের সঙ্গেও মিছিলে হাঁটতে দেখা গিয়েছে এই দুষ্কৃতীকে। সিপিএম নেতা লাহেক আলি বলেন, এরাই তৃণমূলের সম্পদ। বারুইপুরের অধিকাংশ কাউন্সিলারের ঘনিষ্ঠ এই দুষ্কৃতী। 

    অন্যদিকে, বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল সভাপতি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, দুষ্কৃতী দুষ্কৃতীই। তৃণমূলের মিছিলে হাঁটলেই দলের কর্মী হওয়া যায়। পুলিশ শাস্তি দেবে। তবে এই প্রথম নয়, এর আগে  পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো ও এলাকায় গুলি চালিয়ে ভয় দেখানোর অভিযোগে বারুইপুর থানার পুলিশ গ্রেফতার করেছিল। জেল থেকে ফিরেই আবার নিজের অপরাধ শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)