নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়া মথুরা বিলে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে নিখোঁজ হলেন দুই যুবক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা, দশটায় তিন বন্ধু মথুরা বিলে নৌকা নিয়ে ঘুরছিল। সেই সময় তাঁদের নৌকাটি উল্টে গেলে একজন সাঁতার কেটে উঠে এলেও বাকিরা পারেননি। ওই দুজনের খোঁজে স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা তল্লাশি চালালেও সোমবার সন্ধ্যা পর্যন্ত দুজনকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ বিশ্বনাথ বিশ্বাস ও করণ বর্মা কাঁচরাপাড়ার সারদাপল্লির বাসিন্দা। বয়স ২৪, ২৫। প্রশ্ন উঠেছে, এত রাতে নৌকা নিয়ে ওই যুবকেরা কি করছিলেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৎস্যজীবীরা সারাদিন যে নৌকা নিয়ে মাছ ধরেন, সেই নৌকায় রাতের বেলা স্থানীয় যুবকরা ঘুরতে বেরন। নৌকায় চলে মদ্যপানও। আগেও ওই বিলে এই ধরনের ঘটনা ঘটেছে। দুই যুবকের হদিশ না মেলায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বিলের সামনে ভিড় করেছে এলাকার মানুষ। পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হয়েছে, রাতে নৌকা বিহার করতে গিয়ে বিপত্তি। বারবার বারণ করা সত্ত্বেও এত বড়ো বিলে কে কোথায় নৌকা নিয়ে নেমে যাচ্ছে, তা নজরদারি কি করে সম্ভব? যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে প্রশাসন।