• পিস্তল থেকে গুলি বের না হওয়ায় প্রাণে বাঁচলেন প্রাক্তন কাউন্সিলার!
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: গত বছর কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। কিন্তু, তিনি কোনওরকমে রক্ষা পেয়েছিলেন। সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল সল্টলেকে। কালীপুজোর দিন সাতসকালে প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্তকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। আক্রান্ত নেতাকে পিস্তল থেকে পরপর দু’বার ফায়ার করলেও গুলি বের হয়নি। তাই প্রাণে রক্ষা পেয়েছেন। তবে, দুষ্কৃতী পিস্তলের বাঁট দিয়ে তাঁকে মারধর করে। তারপর পালিয়ে যায়!

    ইএম বাইপাস লাগোয়া সল্টলেক দত্তাবাদে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড অফিস। সেখানেই কাজে গিয়েছিলেন নির্মলবাবু। তিনি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার ছিলেন। বর্তমানে তাঁর স্ত্রী আলোরানি দত্ত ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার। নির্মলবাবু বলেন, আমি যখন অফিস বন্ধ করছিলাম, তখন পিছন থেকে ওই দুষ্কৃতী আসে। মুখে মাস্ক ছিল। ছেলেটি সঙ্গে সঙ্গে পিস্তল বের করে গুলি করে। পরপর দু’বার। কিন্তু, গুলি বের হয়নি। আমি ওকে জাপটে ধরি। ধস্তাধস্তি হয়। তখন আমার মাথায় পিস্তলের বাঁট দিয়ে মারে। আমি পড়ে যায়। সেই সুযোগে বেঙ্গল কেমিক্যালের দিকে পালিয়ে যায়।

    এদিকে, এই ঘটনার পর নির্মলবাবুকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসাও করা হয়। পরে তিনি বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু, কেন হামলা? নির্মলবাবু বলেন, এর আগে একজন আমাকে এবং আমার স্ত্রীকে হুমকি দিয়েছিল। আমি এলাকায় শান্তি বজায় রেখেছি। পুকুর ভরাট হতে দিইনি। অপরাধ নিয়ন্ত্রণ করেছি। তাতে অনেকের আক্রোশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ফুটেজ পাওয়া যায়নি। মেট্রোর পিলারে সিসি ক্যামেরা আড়াল। আশপাশের এলাকার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)