গয়না কেনার অছিলায় ৪০ লক্ষের অলঙ্কার হাতসাফাই, ধৃত ২ মহিলা
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গয়না কেনার অছিলায় সম্প্রতি মুচিপাড়া থানা এলাকায় একটি সোনার দোকান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার অলঙ্কার হাতানোর অভিযোগ ওঠে দুই মহিলার বিরুদ্ধে। দোকানের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে নেমে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত দুই মহিলাকে শনাক্ত করে। পুলিশি তদন্ত চলাকালেই রবিবার ফের ওই অভিযুক্ত দুই মহিলা ওই দোকানেই সোনার গয়না কেনার নামে আসেন। দোকান কর্মচারীরা তাঁদেরকে দেখে চিনতে পেরেই পুলিশে খবর পাঠান। মুচিপাড়া থানার পুলিশ এসে তাঁদেরকে পাকড়াও করে।
আদালত সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ ও পুলিশি জেরায় তাঁরা ঘটনার কথা স্বীকার করেছেন। সোমবার ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের ২৪ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। অবশ্য এদিন ধৃতদের তরফে আদালতে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। যদিও সরকারি তরফে তাতে জোরালো আপত্তি জানানো হয়।
মধ্যমগ্রামের বাসিন্দা অভিযুক্ত দুই মহিলার বিরুদ্ধে এর আগে এই ধরনের সোনার গয়না হাতানোর কোনও অভিযোগ আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। পাশাপাশি ঘটনার পিছনে দোকান কর্মচারীদের ভূমিকাও কলকাতা পুলিশ তদন্ত করে দেখছে।