নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ থেকে ৯০ বছর আগে ১৯৩৫ সালে যাদবপুর কালীবাড়ি এলাকায় স্থানীয়দের উদ্যোগে শুরু হয় যাদবপুর আদি সার্বজনীন শ্রী শ্রী কালীপুজো। তারপর একটা সময় বাংলাদেশ থেকে উদ্বস্তুরা আসতে শুরু করলে ওই পুজো স্থানান্তরিত হয় ইব্রাহিমপুর রোডে। তারপর সাতের দশকে পাকাপাকি ভাবে ওই পুজো যাদবপুর কফি হাউজের সামনে চলে আসে। তখন থেকে কালীপুজো পরিচালনার দায়িত্বে যাদবপুর যাত্রিক ক্লাব। ৯০তম বর্ষে ৯০ জন পড়ুয়াকে নিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুজোর উদ্বোধন করেন এলাকার বিশিষ্ট চিকিত্সক দেবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।