• খরিদ্দারকে মারধর দোকানদারের, গ্রেফতার ৩
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চা দিতে এত দেরি হচ্ছে কেন? জানতে চেয়েছিলেন এক খরিদ্দার। কিন্তু প্রশ্ন শুনেই খেপে যান দোকানদার। ওই খরিদ্দারকে তিনি বেধড়ক মারধর করেন। রবিবার রাতে এমন ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে আনন্দপুর থানা এলাকার কালিকাপুর থেকে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী প্রীতম হালদার রবিবার রাতে কালিকাপুরে ওই চায়ের দোকানে গিয়েছিলেন। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেও তিনি চা পাননি বলে দাবি। পুলিশের কাছে তিনি অভিযোগে জানিয়েছেন, কেন চা পেতে এত দেরি হচ্ছে, সেটা জানতে চান তিনি। কিন্তু একথা শুনেই চায়ের দোকানের মালিক ও কর্মীরা তেড়ে এসে তাঁকে মাটিতে ফেলে মারধর করেন। হাতে থাকা বালা দিয়ে তাঁর মুখে মারতে থাকেন তাঁরা। এতে মুখে আঘাত পান তিনি। কোনওক্রমে তিনি সেখান থেকে পালিয়ে আনন্দপুর থানায় এসে অভিযোগ করেন। তাতে পুলিশ মারধরের কেস রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করে। জানা গিয়েছে, অভিযোগকারী কয়েকদিন আগে এই দোকানে এসে হম্বিতম্বি করেছিলেন। এই নিয়ে দোকানদারের রাগ ছিল। সেখান থেকেই তারা এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান পুলিশের।  
  • Link to this news (বর্তমান)