• অছিপুর থেকে বাটামোড় রাস্তার কাজের সূচনা
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বজবজ: পুজালির অছিপুর থেকে মহেশতলার বাটামোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তা তৈরির সূচনা হল। অছিপুরে এর সূচনা করলেন পুজালি পুরসভার প্রশাসক তথা প্রাক্তন চেয়ারম্যান তাপস বিশ্বাস। সব মিলিয়ে এজন্য খরচ হবে প্রায় ২৪ কোটি ৬০ লক্ষ টাকা। তাপসবাবু বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং চেষ্টায় এই অর্থ পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনা পূর্তবিভাগ এই কাজের দায়িত্ব পেয়েছে। তিনি আরও জানান, মোট ১২ কিলোমিটারে ভিতর ছয় কিলোমিটার পেভার ব্লক গিয়ে তৈরি করা হবে। বাকিটা ব্ল্যাক টপ করা হবে। তবে পেভার ব্লক একটানা বসানো হবে না। যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই সেগুলি বসানো হবে। চার মাসের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)