• পর্ণশ্রীতে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সম্পত্তি নিয়ে গোলমালের জেরে দুই তরুণীকে শ্লীলতাহানি এবং ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী এলাকায়। তরুণীদের অভিযোগের ভিত্তিতে সিদ্ধার্থ ঘোষ নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণীদের সম্পত্তি দখল করার চেষ্টা করছিলেন অভিযুক্ত যুবক। এনিয়ে অনেকদিন ধরে তাঁর সঙ্গে গোলমাল চলছে তরুণীর পরিবারের। এর আগেও তরুণীদের ধর্ষণের হুমকি দিয়েছেন তিনি। রবিবার রাতে সম্পত্তি দখল করা নিয়ে ফের ঝামেলা শুরু হয়। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে ঝামেলা বাঁধিয়ে দেন যুবক। দুই তরুণী প্রতিবাদ করেন। তাঁরা জানান, এভাবে মদ খেয়ে গোলমাল পাকানো যাবে না। আর এই সম্পত্তির মালিক তাঁরাই। জোর করে তা দখল করে রেখেছেন যুবক। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।  অভিযোগ এই সময় ওই যুবক তরুণীদের ঘরে ঢুকে পড়েন। আচমকাই তাঁদের মারধরও শুরু করেন। তাঁদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। অভিযোগ, তখনই ওই দুই তরুণীর শ্লীলতাহানি করেন অভিযুক্ত। এরপর তাঁদের ধর্ষণও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

    এদিকে, তরুণীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ, শ্লীলতাহানি, মারধর সহ একাধিক ধারায় কেস রুজু করে। এরপরই গ্রেফতার করা হয় ওই যুবককে। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। 
  • Link to this news (বর্তমান)