• নিষেধাজ্ঞা উড়িয়ে ফানুস, দমদমে ল্যাম্পপোস্টে আগুন
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: আইন মাফিক ফানুস ওড়ানোয় নিষেধাজ্ঞা রয়েছে। সেই বিধি ভেঙে শহর, শহরতলিতে দেদার উড়ল ফানুস। আর তাতেই ফের বিপত্তি। দমদমের মতিঝিলে একটি জ্বলন্ত ফানুস গিয়ে পড়ে ল্যাম্পপোস্টের উপর। আগুনের ফুলকি বের হতে শুরু করে। এরপরেই ল্যাম্পপোস্টে আগুন লাগে। এলাকায় আতঙ্ক ছড়ায়। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বৈদ্যুতিক লাইনে অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সিইএসসি। অন্যদিকে, বরানগর থানা এলাকার বিনায়ক আবাসনের ডি-৫০১ নম্বর ফ্ল্যাটে আগুন লাগে। বাজির ফুলকি এসে পড়ে আবাসিকের বারান্দায় মজুত থাকা কাগজ ও প্লাস্টিকের স্তূপে। তা থেকেই আগুন লেগে যায়। যদিও দমকল পৌঁছনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এছাড়া বাজি থেকে আগুন লাগে হুগলির চন্দননগর থানা এলাকার বৈদ্যপোতা ও বড়বাজারেও। 
  • Link to this news (বর্তমান)