পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌতমী দেবী। বেশ কয়েক বছর আগে প্রেমচন্দ্র গুপ্ত নামে ওই যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছু মাস পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি শুরু হয়। নিত্যদিনই তাঁদের মধ্যে বিবাদ লেগে থাকত। কিন্তু রবিবার পরিস্থিতি চরমে ওঠে। বিবাদ ক্রমে হাতাহাতিতে পরিণত হয়। এক পর্যায়ে রাগের বশে প্রেমচন্দ্র একটি হাতুড়ি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারতে থাকেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গৌতমী। তুমুল বচসার জেরে ততক্ষণে সেখানে পৌঁছে গিয়েছেন স্থানীয়রা। গৌতমীকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গ্রেপ্তার করা হয় প্রেমচন্দ্রকে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআরও।
পুলিশের এক আধিকারিক রাজেশ সিং বলেন, “প্রেমচন্দ্র এবং গৌতমীর মধ্যে নিত্যদিনই ঝামেলা লেগে থাকত। রাগের বশে এদিন প্রেমচন্দ্র হাতুড়ি দিয়ে তাঁর স্ত্রীকে খুন করে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে এফআইআরও। বর্তমানে তাঁকে হেফাজতে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।”