• Breaking News Live: নদিয়ায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
    এই সময় | ২১ অক্টোবর ২০২৫
  • বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নদিয়ার কৃষনগঞ্জ থানার নাঘাটা প্রাথমিক বিদ্যালয়ের পাশে ইছামতি নদী সংলগ্ন একটি কালভার্টের মধ্যে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার হয়েচে। স্থানীয় বাসিন্দাদের নজরে প্রথমে বিষয়টি আসে। পূর্ণবয়স্ক বিরল প্রজাতির এই কচ্ছপকে স্থানীয় বাসিন্দারা জাল দিয়ে ধরে উদ্ধার করেন। এর পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই কচ্ছপটিকে গ্রাম থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়। বিরল প্রজাতির এই কচ্ছপকে দেখতে গ্রামে মানুষের ভিড় জমে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, পাশেই ইছামতি নদী রয়েছে। আর সেই নদী থেকেই ওই কচ্ছপ সম্ভবত উঠে এসেছে।

    কালীপুজোর রাতে হুগলির কোন্নগর গ্যাস অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, কোন্নগর জিটি রোড সংলগ্ন গ্যাস অফিসের ছাদে গভীর রাতে আগুন লাগে। আগুন নেভাতে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দু’টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা বাদে আগুন নিয়ন্ত্রণে আসে।

    সুপ্রিম কোর্ট সময় বেঁধে দেওয়ার পরেও আটকানো গেল না দিল্লির দূষণের মাত্রা। দীপাবলির পরের দিন সকালেই অর্থাৎ মঙ্গলবার, প্রবল ধোঁয়াশায় ঘুম ভাঙল রাজধানীর। শহরের ৩৮টি দূষণ মনিটরিং স্টেশনের মধ্যে ৩৬টিই রেড জ়োন। দূষণ নিয়ন্ত্রক পর্ষদের হিসেবে ৪টি মনিটরিং স্টেশন ‘সিভিয়ার’ অর্থাৎ অতি খারাপ অবস্থায় রয়েছে। গতকাল রাত দশটা নাগাদ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদের অ্যাপ ‘SAMEER’-এর তথ্য অনুযায়ী রাজধানীর গড় AQI ছিল ৩৪৪। আজ সকাল ৬টা নাগাদ গড় AQI ছিল ৩৪৭।

    গত তিন দিনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গেই ভ্যাপসা গরম অনেকটা বেড়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, সপ্তাহের শেষে বৃষ্টি না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গের অবস্থা এমনটাই থাকবে। দক্ষিণবঙ্গের ১৫টি জেলার মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার থেকেই বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, উত্তরবঙ্গের আটটি জেলাতেও শনি ও রবিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী রবি ও সোমবার কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে।

  • Link to this news (এই সময়)