‘আত্মহত্যা করার বদলে বিধায়ককে খুন করুন’, কৃষকদের ‘কু-পরামর্শ’ দিয়ে বিতর্কে প্রাক্তন মন্ত্রী
প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণের দায়ে আত্মহত্যা নয়, বিধায়ককে খুন করার পরামর্শ! প্রকাশ্য জনসভা থেকে কৃষকদের উদ্দেশে এহেন বার্তা দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাচ্চু কুদু। তাঁর এহেন বয়ান সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। এই মন্তব্যের নিন্দায় সরব হয়েছেন মহারাষ্ট্রের এনডিএ সরকারের মন্ত্রী সঞ্জয় শিরসাট।
সম্প্রতি মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন প্রহার জনশক্তি পার্টির নেতা বাচ্চু কুদু। সেখানেই কৃষকদের উদ্দেশে তিনি বলেন, যদি কৃষকরা তাঁদের সমস্যার দ্রুত সমাধান চান তাহলে আত্মহত্যা না করে তাঁরা যেন বিধায়কের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ করেন। বাচ্চুর কথায়, “আত্মহত্যা কেন করবেন? পরিবর্তে বিধায়ককে খুন করে দিন। তাঁর উপর মারণ হামলা চালান। কৃষকদের উচিত নগ্ন হয়ে বিধায়কের বাড়িতে গিয়ে ধরনা দেওয়া এবং তাঁর বাড়ির সামনে প্রস্রাব করা। যদি এগুলি করা যায় তবেই এই সরকার শায়েস্তা হয়ে যাবে।” প্রাক্তন মন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়।
বাচ্চুর মন্তব্যের তীব্র নিন্দা করেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাট। তিনি বলেন, অন্যকে উসকানি দেওয়ার বদলে বাচ্চু কুদু নিজেই এই কুকর্মগুলি করুন। উনি কৃষকদের উসকানি দিতে চাইছেন? কৃষকদের দিয়ে অপরাধ করাতে চাইছেন? জিভে লাগাম টানা উচিত ওনার। সেপ্টেম্বরে বন্যা ও অতি বৃষ্টির কারণে কৃষকরা বর্তমানে যথেষ্ট সমস্যায় রয়েছেন। বাচ্চু কি চাইছেন তাঁরা মানুষ খুন করুক?
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে কৃষক আত্মহত্যার ঘটনা লাগামছাড়া আকার নিয়েছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি দুরবস্থা মহারাষ্ট্রের। চলতি বছরের এক অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিনমাসে মহারাষ্ট্রে আত্মঘাতী হন ৭৬৭ জন কৃষক। শুধু তাই নয়, গোটা দেশেও এই পরিস্থিতি ভয়াবহ। কেন্দ্রে নরেন্দ্র মোদির সরকার আসার পর প্রথম আট বছরে কৃষক আত্মহত্যার সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। কৃষক আত্মহত্যার ঘটনা আবার বিজেপি পরিচালিত রাজ্যগুলিতেই সর্বাধিক। গত কয়েক বছরে উত্তরপ্রদেশে কৃষক আত্মহত্যার সংখ্যা ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।