শান্তনু কর, জলপাইগুড়ি: বাড়ি ফাঁকা থাকার সুযোগে বধূকে গণধর্ষণের অভিযোগ। পুলিশের দ্বারস্থ জলপাইগুড়ির ময়নাগুড়ির নির্যাতিতা। অভিযোগ পাওয়ামাত্রই এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি দুই অভিযুক্তের খোঁজে চলছে অশান্তি। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে।
জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসিন্দা ওই বধূ। গত শুক্রবার রাতে বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সুযোগই নেয় তিন প্রতিবেশী যুবক। বধূর শ্বশুরবাড়িতেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর নির্যাতিতা সকলকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে তাঁকে ভয় দেখানো হয়। প্রাণে মেরে ফেরা হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই প্রথমে কী করবেন তা বুঝে উঠতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে স্বামীকে সবটা খুলে বলেন তিনি। এরপর স্বামীর সঙ্গেই পঞ্চায়েত সদস্যর দ্বারস্থ হন।
বিষয়টা জানামাত্রই তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন। সেই মতো থানার দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ পেয়ে গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। বাকি দুই অভিযুক্তর খোঁজ চলছে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।