• বাজির শব্দে প্রবল আতঙ্ক! রেহাই পেতে সটান কলকাতা মেট্রোয় উঠল পথকুকুর
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাই কোর্ট। রাজ্যে বাজি পোড়ানোর সময় বেঁধে দেওয়া হয়েছে। কড়া নজরদারি চালিয়েছে পুলিশ। তা সত্ত্বেও রাত বাড়তেই বেশ কিছু জায়গায় শব্দবাজি রীতিমতো দাপট দেখিয়েছে বলে অভিযোগ। যার জেরে ভয়ে মেট্রোয় উঠে এড়ে একটি পথকুকুর! ঘটনাটি ঘটেছে খাস কলকাতার বাঁশদ্রোণীতে।

    কুকুরেরা যে শব্দে ভয় পায়, তা কারও অজানা নয়। তাই উৎসবের দিনগুলিতে দূষণের পাশাপাশি ওদের কথা ভেবেও শব্দবাজি না পোড়ানোর কথা বলা হয় বারবার। তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। কালীপুজো উপলক্ষে অন্যান্যদিনের তুলনায় রবিবার রাতে বেশি সময় পর্যন্ত চালানো হয় মেট্রো। তবে মোটের উপর ফাঁকাই ছিল। জানা গিয়েছে, বাঁশদ্রোণীতে ঘটে অদ্ভুত কাণ্ড। মেট্রোর দরজা খুলতেই উঠে পড়ে এক পথকুকুর। কিন্তু বুঝতে পেরে কামরার ভিতর ছোটাছুটি করতে থাকে সে।

    মেট্রো যাত্রীদের দাবি, শব্দবাজির তাণ্ডবে ভয় পেয়েই কোনওভাবে মেট্রোর ভিতরে চলে আসে কুকুরটি। এরপর নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে উঠে পড়ে রেকে। শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো থামতেই কর্তৃপক্ষের তরফে উদ্ধার করা হয় তাকে। প্রসঙ্গত, কালীপুজোর রাতে নিষেধাজ্ঞা সত্ত্বেও সাড়ে ১০টা- ১১টার পর থেকে কলকাতার বিভিন্ন অংশে শব্দবাজি ফাটানোর ঘটনা বাড়তে থাকে বলে অভিযোগ। পাশাপাশি বারুদের গন্ধে শহরের বাতাসও ভারী হতে শুরু করে! দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুমে রাত সাড়ে নটা পর্যন্ত ১৭টি অভিযোগ জমা পড়ে। প্রায় সবক’টি বাজি সংক্রান্ত।
  • Link to this news (প্রতিদিন)