পরস্পরের হাত ছেড়ে এখনও একলাই চলছে দু’পক্ষ। আগামী বিধানসভা নির্বাচনে ফের সমঝোতার রাস্তায় তারা ফিরবে কি না, এখনও স্পষ্ট নয়। তবে প্রয়াত, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের পুরনো পাড়ার কালীপুজোয় বাম নেতাদের সৌজন্যমূলক উপস্থিতির ধারা বজায় রয়েছে। কালীপুজোর সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট সাধারণের পুজো মণ্ডপে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এক কালের সোমেন-সঙ্গী, বর্ষীয়ান কংগ্রেস নেতা বাদল ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন তিনি। পুজো উদ্বোধনের আগে আমহার্স্ট স্ট্রিট দিয়ে যাওয়ার পথে সুমনদের ডাতে সেখানে নেমেছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও। সে দিন প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, সোমেন-পুত্র রোহন মিত্রেরা প্রবীণ বাম নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন।