• টিকিটের চাহিদা তুঙ্গে, ভিড় সামলাতে বিশেষ ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ-পূর্ব রেল
    এই সময় | ২১ অক্টোবর ২০২৫
  • এই সময়, খড়্গপুর: উৎসবের মরশুমে টিকিটের চাহিদা বাড়ায় বেশ কয়েকটি বিশেষ ট্রেনের মেয়াদ বাড়ালো দক্ষিণ–পূর্ব রেল। পাশাপাশি আরও দু’টি বিশেষ ট্রেনও চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সাঁতরাগাছি-আজমেঢ় ট্রেনটি প্রতি সোমবার চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আর প্রতি বৃহস্পতিবার আজমেঢ়-সাঁতরাগাছি বিশেষ ট্রেনটি চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

    মালদা টাউন-দিঘা বিশেষ ট্রেন প্রতি শনিবার চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। দিঘা-মালদা বিশেষ ট্রেনটিও প্রতি শনিবার চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। শালিমার-পাটনা প্রতি শনিবার চলবে ১ নভেম্বর পর্যন্ত।

    পাটনা-শালিমার ট্রেনটি প্রতি রবিবার চলবে ২ নভেম্বর পর্যন্ত। শালিমার-এমজিআর চেন্নাই প্রতি সোমবার চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আর এমজিআর চেন্নাই-শালিমার প্রতি বুধবার চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ ছাড়াও আজ অর্থাৎ মঙ্গলবার শালিমার-এনএসসিবি ইটোয়ারি এবং শালিমার-চারলাপল্লি বিশেষ ট্রেন দু’টি চালানো হবে।

  • Link to this news (এই সময়)