দীপাবলি আসে যায়, বদলায় না রাজধানী! এবারও দিল্লির বাতাসের গুণগত মান ‘খুব খারাপ’
আজকাল | ২১ অক্টোবর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির পরের দিন দিল্লির বাতাসের গুণগত মান বরাবরই ভয়াবহ জায়গায় চলে যায়। এবারও তার ব্যতিক্রম হল না। সোমবার রাতে দেদার বাজি ফেটেছে। একেই তো দিল্লির বাতাসের গুণগত মান ‘খারাপ’ পর্যায়ে থাকে। যা আরও খারাপ পর্যায়ে গিয়েছে মঙ্গলবার সকালে।
সকাল সাতটায় বাতাসের গুণগত মান ছিল ৩৪৭। যাকে ‘খুব খারাপ’ বলা হয়। গত বছর দিওয়ালির পরের দিন সকালে গুণগত মান ছিল ৩৫৯।
দিল্লির অন্যান্য জায়গার মধ্যে সকাল ছ’টায় আনন্দ বিহারে বাতাসের গুণগত মান ছিল ৩৫২। লোধি রোডে ৩৩৪। চাঁদনি চকে ছিল ৩৪৭।
সুপ্রিম কোর্ট এবার সবুজ আতসবাজি ফাটানোর কথা বলেছিল। যাতে দূষণ কম হয়। কিন্তু দিল্লিতে অবস্থা যে কে সেই।
এটা ঘটনা দিওয়ালির পরের দিন দিল্লির বাতাসের গুণগত মান বরাবর ‘খুব খারাপ’ জায়গায় থাকে। যেমন ২০২৪ সালের ১ নভেম্বর সকালে গুণগত মান ছিল বাতাসের ৩৫৯। ২০২৩ সালের ১৩ নভেম্বর ছিল ৪৩৮! ২০২২ সালে ছিল ৩১৫। আর ২০২১ সালে ৪৫৪। যা খুব খুব খারাপ ধরা হয়।