• শ্বশুর-বৌমার প্রণয়ের জেরে খুন? পাঞ্জাবের প্রাক্তন পুলিশকর্তার ছেলের মৃত্যু রহস্যে নয়া টুইস্ট
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়, ২১ অক্টোবর: গত আগস্ট মাসে পাঁচকুল্লার বাড়ি থেকে উদ্ধার হয় পাঞ্জাবের প্রাক্তন সিনিয়র পুলিশ অফিসার মহম্মদ মুস্তাফার ছেলে আকিল আখতারের দেহ। পরিবারের তরফে দাবি করা হয়েছিল, অতিরিক্ত মাদক সেবনের ফলে মৃত্যু হয়েছে বছর ৩৩ বয়সি ওই যুবকের। বিষয়টা প্রায় ধামাচাপা পড়েই গিয়েছিল। কিন্তু সবকিছু ঘেঁটে দিল একটি ভিডিও। আর তাতেই হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। প্রাক্তন ওই পুলিশকর্তা এবং তাঁর স্ত্রী তথা সেরাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানার বিরুদ্ধে ছেলেকে খুন করার অভিযোগ উঠেছে।

    জানা গিয়েছে, আগস্ট মাসে একটি ভিডিও রেকর্ড করেছিলেন আকিল এবং তাঁর এক পারিবারিক বন্ধু। যেখানে বাবার সঙ্গে নিজের স্ত্রীর অবৈধ সম্পর্কের অভিযোগ করেন ওই যুবক। প্রাক্তন পুলিশকর্তার ছেলেকে বলতে শোনা গিয়েছে, ‘আমি বুঝতে পেরেছি যে, আমার স্ত্রীর সঙ্গে বাবার সম্পর্ক আছে। আমি খুব চাপে আছি। আতঙ্ক গ্রাস করছে। কী যে করা উচিত, কিছুই বুঝতে পারছি না। সবসময় ভয় হয়, ওরা আমাকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে না দেয়।’ মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি ভিডিওটি রেকর্ডিং করেছিলেন বলে মনে করা হচ্ছে। এই চক্রান্তে তাঁর মা এবং বোনও জড়িত বলে অভিযোগ করেন প্রাক্তন ওই পুলিশকর্তার ছেলে। তাঁকে বলতে শোনা হয়, ‘ওরা আমাকে ভুয়ো মামলায় জেলে ভরার প্লান করছে। অথবা আমাকে খুন করবে।’

    পাঁচকুলা পুলিশের ডেপুটি কমিশনার সৃষ্টি গুপ্তা জানিয়েছেন, আখিলের মৃত্যুর প্রাথমিক তদন্তে আমরা সন্দেহজনক কিছু লক্ষ্য করিনি। কিন্তু নতুন করে প্রাপ্ত ভিডিও, ছবি ও সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে এফআইআর রুজু হয়েছে।
  • Link to this news (বর্তমান)