• নৈহাটির বড়মার মন্দিরে অভিষেক, দিলেন পুজো
    বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, মঙ্গলবার দুপুরে নৈহাটির বড়মার কাছে পুজো দিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পার্থ ভৌমিক, বড়মা মন্দির কমিটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়, সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম। এর আগে ২০২৩ সালে শেষবার বড়মাকে পুজো দিতে এসেছিলেন তিনি। যার ফলে রীতিমতো সাজ সাজ রব বারাকপুর শিল্পাঞ্চলজুড়ে। সাংসদ অভিষেকের এই সফর ঘিরে সকাল থেকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা।

    সারা বছরই নৈহাটির বড়মার মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়। কিন্তু সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে গতকাল কালীপুজোর দিন। লক্ষ লক্ষ পূর্ণ্যার্থী এসেছিলেন মন্দিরে। রীতি মেনে রাত বারোটায় গঙ্গা থেকে ঘটে জল ভরে বড়মার পুজো শুরু হয়। পাঁচজন পুরোহিত ছিলেন। প্রধান পুরোহিত লাল্টু চক্রবর্তী পুজো করেন। রাত একটা নাগাদ বড়মার পুজো চলাকালীন এসে উপস্থিত হন চিত্রপরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী, সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ টলিউডের একঝাঁক তারকা। আসেন সাংসদ পার্থ ভৌমিকও। রাত আড়াইটে মায়ের অঞ্জলি শুরু হয়। হাজার হাজার মানুষ তখনও অরবিন্দ রোডে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করছেন। ভোর পাঁচটা পর্যন্ত অঞ্জলি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।বড়মার পুজোকে কেন্দ্র করে ভিড় নিয়ন্ত্রণের জন্য হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কমিশনার মুরলিধর শর্মা নিজে গোটা পরিস্থিতি তদারকি করছেন। নৈহাটি শহরের ব্যস্ততম রাস্তা আর বি সি রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)