ভ্যাপসা গরম থেকে কবে মিলবে রেহাই? যা জানাল আবহাওয়া দপ্তর
বর্তমান | ২১ অক্টোবর ২০২৫
কলকাতা, ২১ অক্টোবর: গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। ব্যতিক্রম নয় কলকাতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় এই অস্বস্তিকর পরিস্থিতি। কতদিন এমন চলবে? চলতি সপ্তাহের একেবারে শেষে ২৫-২৬ অক্টোবর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হালকা ও মাঝারি মাত্রায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ততদিন পর্যন্ত এই অস্বস্তিকর গরমের হাত থেকে রেহাই নেই বলে মনে করা হচ্ছে।আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ২৫.১ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার হার নথিভুক্ত হয়েছে সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। বৃষ্টি হয়নি।এদিকে, হাওয়া অফিস জানিয়েছে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি এখনই ছাড়ছে না। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজ, মঙ্গলবার একটি নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা। রাজ্যে এর প্রভাব নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি নন আবহাওয়াবিদরা। তবে মনে করা হচ্ছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। বৃহস্পতিবারের মধ্যে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর আসবে।