কলকাতা, ২১ অক্টোবর: উত্তর ২৪ পরগনার রহড়া ও মোহনপুর থানার সীমানায় একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার ভোররাতে ঈশ্বরীপুর এলাকার ওই কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় ক্রমশ তা ভয়ঙ্কর রূপ নেয়। কারখানার মধ্যে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের আরও ২০টি ইঞ্জিন। কারখানায় রাসায়নিক থাকায় বিস্ফোরণের আশঙ্কায় আরও সতর্কভাবে কাজ করতে হয় দমকলকর্মীদের। জানা গিয়েছে, রঙের কারখানা থেকে আগুন পাশের একটি গেঞ্জি তৈরির কারখানাতেও ছড়িয়ে পড়েছিল। যদিও দমকলকর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই তা নিয়ন্ত্রণে আসে।
দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় রঙ কারখানার আগুনও বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। কারখানা বন্ধ থাকায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে আগুন লাগল, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।