• ৬ দশকের ঐতিহ্যে ভর, আজও আকর্ষণের কেন্দ্রে ফাটাকেষ্টর কালী
    দৈনিক স্টেটসম্যান | ২১ অক্টোবর ২০২৫
  • সীতারাম ঘোষ স্ট্রিটের নবযুবক সংঘের কালীপুজোর নাম অনেকেরই হয়তো অচেনা। কিন্তু ‘ফাটাকেষ্টর পুজো’ বললে চেনেন না এমন মানুষ শহরে বিরল। ছয় দশকেরও বেশি সময় ধরে চলা এই পুজো আজও কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজো হিসেবে পরিচিত। শুধু শহর বা রাজ্য নয়, এই পুজোর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। এর জাঁকজমক, শিল্পনৈপুণ্য এবং গভীর ভক্তিভাবই মূল আকর্ষণ। দীর্ঘদিন ধরে বহু ভক্ত মানত পূরণের পর সোনার জিভ, সোনার টিপ কিংবা গয়না নিবেদন করেন মাতৃচরণে।

    এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাসও। একসময় কলেজ স্ট্রিটে পানের ব্যবসার জন্য দত্ত পরিবারের ছিল যথেষ্ট দাপট। পরিবারের সদস্য কৃষ্ণচন্দ্র দত্তের ওপর বরানগরের এক দুষ্কৃতী হামলা চালালে তিনি গুরুতর জখম হন। আশ্চর্যভাবে বেঁচে যাওয়ার পরই তিনি ‘ফাটাকেষ্ট’ নামে পরিচিত হন। নকশাল আন্দোলনের সময় তাঁর প্রভাব ও জনপ্রিয়তা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। সেই সময় থেকেই তাঁর নামেই পুজোটি জনপ্রিয় হয়ে ওঠে।

    ১৯৯১ সাল থেকে মাধব পাল এই পুজোর প্রতিমা নির্মাণের দায়িত্বে ছিলেন। তবে এ বছর প্রতিমা গড়ছেন শিল্পী মিন্টু পাল। এ বছর তাদের পুজোয় যুক্ত হয়েছে নতুন এক সংযোজন। সীতারাম ঘোষ স্ট্রিটের পুরো রাস্তা জুড়ে আঁকা হয়েছে আলপনা। যা দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। শহরের পুরনো পুজোগুলির মধ্যে ‘ফাটাকেষ্টর কালীপুজো’ এখনও নিজের ঐতিহ্য ও জনপ্রিয়তা ধরে রেখেছে। পুজোর দিনে ভিড় জমে আশপাশের এলাকা জুড়ে। শুধুই পুজো নয়, এটি আজও কলকাতার এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)