লেক কালীবাড়িতে পুজো, বড়মার কাছেও যাওয়ার কথা অভিষেকের
দৈনিক স্টেটসম্যান | ২১ অক্টোবর ২০২৫
দুর্গাপুজোর ধারা কালীপুজোতেও অব্যাহত। কন্যা আজানিয়া বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দুর্গাপুজোয় কলকাতার বিভিন্ন পুজোমণ্ডপ পরিদর্শন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। কালীপুজোতে মণ্ডপ পরিদর্শন না করলেও, কলকাতার প্রাচীন কালী মন্দিরে হাজির হয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন তিনি।
সোমবার বিকেলে অভিষেক বন্দোপাধ্যায় যান দক্ষিণ কলকাতার প্রসিদ্ধ কালীমন্দির লেক কালীবাড়িতে। তাঁর পরনে ছিল নীল-সাদা পাঞ্জাবি। মন্দিরে উপস্থিত হয়েই নিজ হাতে মাতৃ প্রতিমায় জবার মালা পরিয়ে দেন সাংসদ। তারপর করজোরে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। এরপর বেশ কিছুক্ষণ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতা করেন অভিষেক। তবে লেক কালীবাড়িতে বেশিক্ষণ সময় অতিবাহিত করেননি তিনি। তারপর তাঁর গন্তব্য হয় কালীঘাট।
প্রতিবছরের মতো এবারও নিজের বাড়িতে মহাসমারোহে কালীপুজোর আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবার সেখানে সপরিবার হাজির থাকেন অভিষেক। এবারও তাঁর ব্যতিক্রম হল না। লেক কালীবাড়ির করুণাময়ী মা’কে পুজো দিয়েই অভিষেক পৌঁছে যান কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানেও প্রণাম করে উপস্থিত সকলের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত হয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গী ছিল কন্যা আজানিয়াও।
উল্লেখ্য, আজ নৈহাটির বড়মা’র মন্দিরে যাবেন অভিষেক। দুপুর তিনটে নাগাদ সেখানে পৌঁছে যেতে পারেন তিনি। মন্দির কমিটি সূত্রের খবর, মাটির প্রতিমার পাশাপাশি মন্দিরে নবপ্রতিষ্ঠিত কষ্টি পাথরের মূর্তিতেও পুজো দেবেন অভিষেক। এদিনই তাঁর হাতে বালেশ্বরী পাথরের ছোট একটি কালীমূর্তি তুলে দিতে চায় মন্দির কর্তৃপক্ষ। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহারের জন্য পাঠানো হবে বলে খবর। বছর দুই আগে বড়মা’র কাছে উপস্থিত হয়ে পুজো দিয়েছিলেন অভিষেক। এবছর ফের দীপাবলিতে বড়মা’র মন্দিরে যাবেন তিনি।