• দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের ১৭৩ স্কুল, পুজোর ছুটিতেই মেরামত
    দৈনিক স্টেটসম্যান | ২১ অক্টোবর ২০২৫
  • ভারী বৃষ্টিতে বিপর্যয়ের কবলে পড়ে গোটা উত্তরবঙ্গ। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে গিয়েছে রাস্তা। এনিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে মোট ১৭৩টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৪টি এবং হাইস্কুল ৭৯টি। কোথাও দেওয়াল ভেঙেছে, কোথাও শ্রেণিকক্ষ, ছাদ বা সীমানা প্রাচীর ভেঙে গিয়েছে। বন্যা বিপর্যয়ের পর সম্প্রতি দু’বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর পুজোর ছুটির মধ্যেই স্কুলগুলি দ্রুত সংস্কার করতে তৎপর হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)