• ‘ভারত-ইজরায়েল সমৃদ্ধ বন্ধুত্ব…’, নেতানিয়াহুর জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদির
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার পালটা তাঁকে ধন্যবাদ জানিয়ে মোদির বার্তা, আগামী বছরগুলিতে ভারত-ইজরায়েল কৌশলগত বন্ধুত্ব সমৃদ্ধ হবে। উল্লেখ্য, ২১ অক্টোবর নেতনিয়াহুর জন্মদিনও, ফলে ইজরায়েলের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন মোদি।

    এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “দিওয়ালির উষ্ণ অভিনন্দনের জন্য আপনাকে ধন্যবাদ জানাই প্রিয়বন্ধু। আপনার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করছি। আশা করি আগামী বছরগুলিতে ভারত-ইজরায়েল কৌশলগত বন্ধুত্ব সমৃদ্ধ হবে।” উল্লেখ্য, কেবল ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে প্রধানমন্ত্রী মোদি এবং ভারতবাসীকে দিওয়ালির শুভেচ্ছা জানানো হয়নি, পাশাপাশি ভারতে ইজরায়েলের দূতাবাসের তরফেও আলোর উৎসবের শুভেচ্ছা জানানো হয়েছে।

    উল্লেখ্য, একদিকে যখন দিওয়ালি, উৎসব, শুভেচ্ছা বিনিময় চলছে, সেই তখনই যুদ্ধবিরতি শিকেয় তুলে গাজায় হামাল চালাচ্ছে নেতনিয়াহুর বাহিনী। গত পরসুর হামলায় সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। পালটা ইজরায়েল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গোপনে ষড়যন্ত্র করছে হামাস। ফের ইজরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে তারা। এই পরিপ্রেক্ষিতে ট্রাম্পের হুঁশিয়ারি, ‘শুধরে যাও, না হলে সমূলে বিনাশ করব’।
  • Link to this news (প্রতিদিন)