• সিঁদুরের সাফল্য রামচন্দ্রকে উৎসর্গ! বাংলা-বিহারে ভোটযুদ্ধের আগে ‘রাম-কার্ড’ মোদির
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপাবলিতে দেশবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য তিনি সরাসরি রামচন্দ্রকে উৎসর্গ করেছেন। একইসঙ্গে দেশে মাওবাদী দমনের সাফল্যের কথাও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, সামনেই বিহার বিধানসভা ভোট। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসম এবং বাংলায়। তার আগে তাৎপর্যপূর্ণভাবে ‘রাম-কার্ড’ খেললেন মোদি।

    দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। ভগবান শ্রী রামচন্দ্র আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা এবং সাহস দিয়েছেন। কয়েক মাস আগে অপারেশন সিঁদুরে আমরা তার স্পষ্ট উদাহরণ দেখেছি।” এছাড়াও এবছরের দীপাবলি কেন ‘বিশেষ’, চিঠিতে তার ব্যাখ্যাও করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “এই প্রথমবার দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলেও দীপাবলি পালন হচ্ছে। দ্বীপ জ্বলেছে। আর এই এলাকাগুলি থেকেই নকশালবাদ নির্মূল করা হয়েছে।” তিনি আরও লেখেন, “সাম্প্রতিক সময়ে আমরা অনেককে হিংসার পথ থেকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে সফল হয়েছি। তাঁরা দেশের সংবিধানের প্রতি আস্থা প্রকাশ দেখিয়েছেন। এটি গোটা দেশের একটা বড় বিষয়।”

    চিঠিতে ‘আত্মনির্ভর’ এবং ‘বিকশিত’ ভারতের কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বিকশিত এবং আত্মনির্ভর ভারতের যাত্রায়, নাগরিক হিসাবে আমাদের প্রাথমিক দায়িত্ব হল দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করা।” সম্প্রতি জিএসটি পরিকাঠামোয় বদল এনেছে কেন্দ্র। গোটা বিষয়টিকে মোদি ‘জিএসটি সাশ্রয় উৎসব’ বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছে, উৎসবের মরসুমে দেশবাসী হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছেন। মোদির কথায়, “বিশ্বে বিভিন্ন সংকট চলছে। কিন্তু তা সত্ত্বেও ভারত স্থিতিশীল এবং সংবেদনশীল হিসাবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)