• বিহারে ১২ আসনে ‘মহাগটবন্ধন’ ভার্সেস ‘মহাগটবন্ধন’! বিরোধী জোট নিয়ে কটাক্ষ চিরাগের
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নামেই ‘মহাগটবন্ধন’, আসনরফা শিকেয়। বিহারে আলাদা ভাবেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস, আরজেডি, আপ, সিপিআই-সহ ইন্ডিয়া জোটের দলগুলি। এমনকী পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আসন্ন নির্বাচনে ১২টি আসনে জোটের দলগুলি একে অপরের বিরুদ্ধে লড়ছে। এই অবস্থায় কটাক্ষ করছে শাসক জোট এনডিএ। বিরোধী পক্ষের ফাটল নিয়ে ব্যঙ্গ করলেন লোক জনশক্তি পার্টির প্রধান  চিরাগ পাসোয়ান। চিরাগ বলেন, ‘মহাগটবন্ধন’ ভার্সেস ‘মহাগটবন্ধন’! কেন এমন কথা বলছেন?

    আরজেডি এবং কংগ্রেস প্রার্থী ঘোষণার পর দেখা যাচ্ছে, অন্তত ছয়টি আসনে তারা একে অপরের প্রতিপক্ষ। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করছে চারটি আসনে। এখানেই শেষ নয়, দু’টি আসনে (চৈনপুর এবং বাবুবাড়ি) বিকাশশীল ইনসান পার্টির সঙ্গে লড়ছে তেজস্বী যাদবের আরজেডি। সোমবার আরজেডির ১৪৩ প্রার্থীর তালিকা প্রকাশ্যে আসতেই দেখা যায়—বৈশালী, সিকান্দ্রা, কাহালগাও, সুলতানগঞ্জ, নারকাটিয়াগঞ্জ এবং ওয়ারসালিগঞ্জে কংগ্রেসের প্রতিপক্ষ তারা। অন্যদিকে সিপিআই-কংগ্রেস মুখোমুখি বাচওয়াড়া, রাজাপাকার, বিহার শরিফ এবং কারঘর।

    এই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে বিরোধী জোটের ঐক্য বা সমন্বয় বলে কিছু নেই। সম্ভবত এই কারণেই আসনরফা নিয়ে একাধিক দীর্ঘ বৈঠকের পরেও সমাধানসূত্র মেলেনি। এই বিষয়ে লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) নেতা চিরাগ পাসোয়ান মন্তব্য করেন, “আমি এমন কোনও নির্বাচন দেখিনি যেখানে এত বড় জোট ভাঙনের দ্বারপ্রান্তে। আসন নির্বাচন নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু ওরা আসন সংখ্যাও ঠিক করতে পারেনি।” এখানেই না থেমে চিরাগের মন্তব্য, “বন্ধুত্বপূর্ণ লড়াই বলে কিছু হয় না। হয় তোমরা বন্ধু, নয়তো তোমরা একে অপরের বিরুদ্ধে লড়ছ।”
  • Link to this news (প্রতিদিন)