• দুর্নীতিদমনে তৈরি হয়েছিল লোকপাল! তাদেরই এবার আবদার বিলাসবহুল BMW গাড়ির
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকপাল নিয়ে বিতর্ক অনেকদিনেরই। একসময় দেশের দুর্নীতিদমন বিভাগ হিসেবে সর্বোচ্চ সংস্থা হয়ে ওঠা লোকপাল আধিকারিকরা এবার নিজেদের ব্যবহার করার জন্য বিলাসবহুল মহার্ঘ গাড়ি কেনার টেন্ডার ডাকলেন। যা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

    প্রসঙ্গত, ইউপিএ-২ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই আন্না হাজারে অনশনে বসেন লোকপাল নিয়োগের দাবিতে। সেই লোকপালের আধিকারিকরা যে টেন্ডার প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে ৭ জন আধিকারিক ৭০ লক্ষ টাকা দামের একেকটি গাড়ির আবদার জানানো হয়েছে। ওই ৭ জনের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় মানিকরাও খানউইলকরও। এবং এও জানিয়ে দেওয়া হয়েছে, গাড়িগুলি নিয়ে বিলম্ব না করে দ্রুত তা সরবরাহ করতে হবে। দুই সপ্তাহের মধ্যে তা পেতে হবে। কিন্তু কোনওভাবেই ৩০ দিনের বেশি দেরি করা যাবে না বলে টেন্ডারে উল্লেখও করা হয়েছে।

    এই পরিস্থিতিতে এক্স হ্যান্ডলে ক্ষোভ উগরে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী প্রশান্ত ভূষণ। তিনি লিখেছেন, ‘মোদি সরকার লোকপাল নামের প্রতিষ্ঠানটিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। বহু বছর ধরে তাদের বহু সদস্যকে দুর্নীতি নিয়ে উদাসীন থেকে বিলাসিতা নিয়েই মাতিয়ে রাখা হয়েছে। এখন তাঁরা ৭০ লাখের বিএমডবলিউ গাড়ি কিনছেন নিজেদের জন্য!’
  • Link to this news (প্রতিদিন)