• রাষ্ট্রপতি ভবন পরিসরে আগুন, আতঙ্ক রাইসিনায়, ঘটনাস্থলে দমকল
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রাজধানী দিল্লিতে আগুন আতঙ্ক। এবার রাষ্ট্রপতি ভবনের পাশেই অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। যদিও আগুন ভয়াবহ না হওয়ায় মিনিট কুড়ির মধ্যেই সেটা নিয়ন্ত্রণে চলে আসে।

    দিল্লি পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরের দিকে রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেটের কাছের একটি আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। নর্মদা অ্যাপার্টমেন্টের ১৯ নম্বর ফ্ল্যাটে ওই অগ্নিকাণ্ড হয়েছিল বলে খবর। সেই আগুন রাষ্ট্রপতি ভবনের ৩১ নম্বর গেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুপুর ১টা ৫১ মিনিট নাগাদ দমকলে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন ভয়াবহ না হওয়ায় মিনিট কুড়ির মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। কোনও হতাহতের খবর নেই। তবে রাষ্ট্রপতি ভবনের অদূরেই আগুন লাগায় উত্তেজনার রেশ পৌঁছে যায় রাইসিনা হিলসেও। যদিও আগুন লাগার কারণ জানা যায়নি।

    দিন দুই আগেই দিল্লিতে সাংসদদের আবাসনে আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়ায়। শনিবার সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত সাংসদদের আবাসন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে আগুন লাগে। ওই অ্যাপার্টমেন্টের সব বাসিন্দাই লোকসভা বা রাজ্যসভার সাংসদ। অথচ এ হেন হাই প্রোফাইল এলাকাতেও সময়মতো দমকল না পৌঁছানোর অভিযোগ উঠেছিল। অ্যালার্ম বাজানোর ৩০ মিনিট পরও দমকল এসে পৌঁছায়নি। যদিও ওই অগ্নিকাণ্ডেও বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
  • Link to this news (প্রতিদিন)