খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতার সন্তানদের দাবি, দীর্ঘদিন ধরেই ডাইনি অপবাদ দিয়ে তাদের মায়ের উপর অত্যাচার করত পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মৃতার দেওর-সহ পরিবারের একাধিক সদস্যদের আটক করা হয়েছে। প্রসঙ্গত, গ্রামের দিকে ডাইনি অপবাদে একঘরে করা, অত্যাচারের অভিযোগ নতুন কিছু নয়। বারবার এনিয়ে সতর্ক করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে, তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে।