উলুবেড়িয়ার হাসপাতালে মহিলা ডাক্তারকে মারধর ও ধর্ষণের হুমকি! গ্রেপ্তার হোমগার্ড-সহ ২
প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও নিগ্রহের অভিযোগ ট্রাফিক হোম গার্ড ও তাঁর এক প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় হাসপাতালেই মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের আজ, মঙ্গলবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে উলুবেড়িয়ার খড়িয়া ময়নাপুর এলাকার এক প্রসূতি হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় এক জুনিয়র মহিলা চিকিৎসক রোগীর পরীক্ষা-নিরীক্ষার করতে যান। কিন্তু রোগীর একাধিক সমস্যার কারণে ওই চিকিৎসক যথাযত শারীরিক পরীক্ষা করতে পারেননি। তিনি প্রাথমিক পরীক্ষা করেই ফিরে আসেন। তারপরই রোগীর হোমগার্ড আত্মীয় ও তাঁর দুই প্রতিবেশী রোগীর বর্তমান অবস্থার সম্পর্কে জানতে চান। চিকিৎসক সবটা জানাতেই বচসা শুরু হয়। রোগীর আত্মীয়রা সেই সময়ই পরীক্ষা করার দাবি করতে থাকেন। অভিযোগ, সেই সময় হঠাৎই ওই মহিলা চিকিৎসককে হোমগার্ড-সহ তিনজন চড় থাপ্পড় মারতে শুরু করেন। তাঁরা মহিলা চিকিৎসকের হাতও মুচড়ে দেন বলে অভিযোগ। এমনকী অশ্লীল ভাষায় গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। চিকিৎসক হাসপাতালের বাইরে বেরলে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার হয় বলেও অভিযোগ। আক্রান্ত চিকিৎসক বলেন, “আমাকে দু’জন মারধর করেছেন। তাঁদের মধ্যে একজন আমাকে হুমকি দিয়েছেন। ধর্ষণের হুমকি দিয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরব কী করে তা দেখে নেওয়ার হুমকিও দিয়েছে।”
এই ঘটনার পর কোনও রকমে মহিলা চিকিৎসক ওয়ার্ড থেকে বেরিয়ে যান। তিনি ওয়ার্ড মাস্টারের কাছে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ওয়ার্ড মাস্টার হাসপাতালে থাকা পুলিশ ফাঁড়িতে জানান বিষয়টি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। নিগৃহীত চিকিৎসককে নিয়ে আসা হয় উলুবেড়িয়া থানায়। সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অভিযুক্ত ট্রাফিক হোমগার্ড ও আর একজনকে আটক করে। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।