• বিপর্যয়ের পর খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং রুট, শুরু জিপসি সাফারিও
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: খুলে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং রুট। সোমবার থেকে এই রুট খুলে দিল বনদপ্তর। এদিন থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতি সাফারিও চালু হয়ে গেল। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান বলেন, “সোমবার থেকে আমরা মাদারিহাট থেকে জিপসি সাফারি চালু করে দিলাম। এই মুহূর্তে জাতীয় উদ্যানের সব রুট পর্যটকদের জন্য খোলা রয়েছে। হাতি সাফারিও চালু হয়ে গিয়েছে।”

    উল্লেখ্য, জলদাপাড়া জাতীয় উদ্যানে চারটি রুটে পর্যটকরা বনাঞ্চলে ঢুকতে পারেন। ওই চার রুটেই জিপসি সাফারি চলে। ওই চার রুট হল শালকুমার- জলদাপাড়া রুট, চিলাপাতা রুট, কোদালবস্তি রুট ও মাদারিহাটে জলদাপাড়া মেন গেট থেকে হলং রুট। আগেই তিন রুট খুলে দিলেও হলং রুটে এতদিন সাফারি বন্ধ ছিল। এদিন থেকে ওই রুটেও সাফারি চালু করে দিল বনদপ্তর।

    জলদাপাড়া জাতীয় উদ্যানের এই সিদ্ধান্তে খুশি পর্যটন ব্যবসায়ীরা। ডুয়ার্স টুরিজম ডেভলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস বলেন, “জলদাপাড়া মেন গেট থেকে এই সাফারি চালু হওয়ায় আমরা খুশি। বনদপ্তরের এই ভূমিকা সত্যি প্রশংসার যোগ্য। অক্লান্ত পরিশ্রম করে বনকর্মীরা সবটা স্বাভাবিক করেছেন। আমরা চাইছি, জিপসি সাফারির টিকিট আগের মতো অনলাইনে আবার চালু হোক। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বজায় থাকুক। কিন্তু জিপসি সাফারির টিকিট অনলাইনে দেওয়া হোক।” হলং সেতু ভেঙে যাওয়ার পর দ্রুত বিকল্প হলং সেতু বানিয়ে যাতায়াতের বিকল্প ব্যবস্থা চালু করে দিয়েছে বনদপ্তর। ফলে সব দিক দিয়েই স্বাভাবিক হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
  • Link to this news (প্রতিদিন)