সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর পরের দিন, মঙ্গলবার দুপুরে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সেখানে পৌঁছন তিনি। প্রথমে মন্দিরে গিয়ে কিছুটা সময় কাটান অভিষেক। অংশ নেন মায়ের বিশেষ পুজোতেও। এরপর মন্দিরের পাশেই মণ্ডপে থাকা বড়মার মূর্তির সামনে একেবারে নিচে বসে পুজো দিতে দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, একেবারে প্রদীপ দেখিয়ে সারেন মায়ের আরতিও।
কালীপুজোর পরের দিন। স্বভাবতই এদিন নৈহাটিতে বড়মার মন্দিরে ছিল ভক্তদের ভিড়। এর মধ্যেই প্রথমে মন্দিরে পরে মণ্ডপে পৌঁছন অভিষেক। তার মাঝেই সারেন জনসংযোগ। দু’পাশে দাঁড়ানো মানুষের উদ্দেশ্য কখনও অভিষেক হাত নাড়তে দেখা যায়, আবার কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশুর স্নেহের হাত দেন।
এদিন অভিষেকের সঙ্গে ছিলেন বারাকপুরের তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। সোমবার অর্থাৎ কালীপুজোর দিন বিকেলে লেক কালীবাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যবাসীর জন্য সুস্থতা ও সৌভাগ্য কামনা করেন তিনি। দেন পুজোও। এরপর লেক কালীবাড়ি থেকে থেকে বেরিয়ে সোজা চলে যান কালীঘাটের বাড়িতে। সোমবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীপুজো। সেখানেই শ্যামার আরাধনায় মগ্ন হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বলে রাখা প্রয়োজন, দুর্গাপুজোর সময়েও বিভিন্ন মণ্ডপে মণ্ডপ ঘুরতে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কখনও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া আবার কখনও তাঁদের হাতে উপহার তুলে দিয়ে দেখা যায় তাঁকে। এবারও কালীপুজোয় লেক কালীবাড়ি, নৈহাটির বড়মাকে পুজো দিলেন অভিষেক। এর আগে ২০২৩ সালে, বড়মার মন্দিরটি নতুন করে স্থাপনের পর উদ্বোধনের সময় সেখানে গিয়েছিলেন তিনি। এরপর ফের আজ মঙ্গলবার সেখানে গেলেন।