• ২৯-এ প্রধানমন্ত্রী মমতা! জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভাঙারও ভবিষ্যদ্বাণী কুণালের
    প্রতিদিন | ২১ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাজুড়ে ‘দিদি’র জয়গান। ছাব্বিশের নির্বাচনে রাজ্যে যে সবুজঝড় বইবে, মোটের উপর তা নিয়ে নিশ্চিত সকলেই। এসবের মাঝেই তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন, জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২৯-এর মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী কুণালের। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কে হবেন, জানিয়ে দিলেন তাঁর নামও।

    কালীপুজোর সকালে এক হ্যান্ডেলে বাংলার রাজনীতির ভবিষ্যৎ কী, তা নিয়ে একটি পোস্ট করেন কুণাল ঘোষ। লেখেন, ‘জনভিত্তিহীন নাটকবাজ বিরোধীপক্ষ এবং ঈর্ষাকাতর, অবসাদগ্রস্ত, হতাশ কিছু কুৎসাকারীকে এক নাগরিক হিসেবে বলে রাখি-জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের রেকর্ড ভেঙে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী তিনিই। ওই সময়টার আগেপরে থেকে তাঁর আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব শুরু।(এর মধ্যে ২০২৯-এ যদি মমতাদি প্রধানমন্ত্রী হন, তাহলে আলাদা কথা)বিরোধীরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেই থাকুন। তৃণমূল নবান্নে সুন্দর, বিরোধীরা ফেসবুকে।’
  • Link to this news (প্রতিদিন)