• শালিমার থেকে দক্ষিণ ভারত যাওয়ার স্পেশাল ট্রেন, উৎসবের আবহে ঘোষণা দক্ষিণ পূর্ব রেলের
    এই সময় | ২১ অক্টোবর ২০২৫
  • পুজোর আবহে ফের স্পেশাল ট্রেনের ঘোষণা করল দক্ষিণ পূর্ব রেল। ২২ অক্টোবরের জন্য বাংলা থেকে দক্ষিণ ভারত যাওয়ার স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ধাপে ধাপে একাধিক স্পেশাল ট্রেন ঘোষণা করেছে দক্ষিণ পূর্ব রেল।

    উৎসবের আবহে ট্রেনের টিকিটে চাহিদা তুঙ্গে উঠেছে। সেই কারণেই বেশ কিছু ট্রেনের মেয়াদও বাড়িয়েছে দক্ষিণ পূর্ব রেল। সম্প্রতি রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি থেকে আজ়মেঢ় এবং আজমেঢ় থেকে সাঁতরাগাছি যাওয়ার স্পেশাল ট্রেন যথাক্রমে ২৪ ও ২৭ নভেম্বর পর্যন্ত চলবে।

    মালদা টাউন-দিঘা বিশেষ ট্রেন প্রতি শনিবার চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। দিঘা-মালদা বিশেষ ট্রেনটিও প্রতি শনিবার চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।

    ০৬০৯৫ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি স্পেশাল ট্রেন: ১৭ অক্টোবর চেন্নাই সেন্ট্রাল থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়েছে ওই ট্রেন। পরদিন সকাল সাড়ে ১০টার সময়ে সাঁতরাগাছি পৌঁছে গিয়েছে

    ০৬০৯৬ সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল: ১৮ অক্টোবর বিকেল ৫টা বেজে ৫৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়েছে। পরেরদিন রাত সাড়ে আটটার সময়ে চেন্নাই পৌঁছে গিয়েছে এই ট্রেন

  • Link to this news (এই সময়)