• লোকপালকে ধুলোয় মিশিয়ে দিয়েছে মোদি সরকার, বিএমডব্লিউ কেনার খবর চাউর হতেই বিতর্কে ভারতের দুর্নীতিদমন কর্তৃপক্ষ
    আজকাল | ২২ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সাতটি বিএমডব্লিউ গাড়ি কিনতে চায় ভারতের দুর্নীতিদমন কর্তৃপক্ষ লোকপাল। উচ্চমানের সেই গাড়িগুলির প্রতিটির দাম প্রায় ৭০ লক্ষ টাকা। হতে হবে সাদা রঙের। সেই জন্য ডাকা হয়েছে টেন্ডারও। আর এরপরেই তুঙ্গে উঠেছে বিতর্ক। নেটিজেন থেকে বিরোধী সকলে মিলেই একযোগে আক্রমণ করতে শুরু করেছে কেন্দ্রীয় সরকারকে। কংগ্রেসের অভিযোগ, লোকপালকে ধুলোয় মিশিয়ে দিয়েছে মোদি সরকার।

    লোকপালের গাড়ির দাবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। সমাজকর্মী তথা আইনজীবী প্রশান্ত ভূষণ-সহ অনেক ব্যবহারকারী দুর্নীতিবিরোধী সংস্থাটির সমালোচনা করেছেন। প্রশান্ত এক্সে লিখেছেন, “মোদি সরকার লোকপাল প্রতিষ্ঠানটিকে বহু বছর ধরে শূন্যপদ রেখে এবং দুর্নীতির ব্যাপারে চিন্তিত না হয়ে এবং তাদের বিলাসিতা নিয়ে খুশি হয় এমন সদস্যদের নিয়োগ করে ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা এখন নিজেদের জন্য ৭০ লক্ষের বিএমডব্লিউ গাড়ি কিনছে!”

    কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদও লোকপালের সমালোচনা করেছেন। তিনি এক্স-এ লিখেছেন, “লোকপাল নিজের জন্য পাঁচ কোটি টাকার সাতটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনতে চান। এটি সেই একই প্রতিষ্ঠান যা তথাকথিত ‘ভারত দুর্নীতির বিরুদ্ধে’ আন্দোলনের পরে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার কথা ছিল। একটি আরএসএস সমর্থিত আন্দোলন এবং শুধুমাত্র কংগ্রেস সরকারকে পতনের জন্য তৈরি করা হয়েছিল।”

    সোমবার নিউজ ১৮-এর হাতে লোকপালের টেন্ডার সংক্রান্ত নথি হাতে আসে। সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী সেই নথিতে বলা হয়েছে, “লোকপাল সাতটি বিএমডব্লিউ ৩ সিরিজ ৩৩০ এলআই গাড়ি সরবরাহের জন্য স্বনামধন্য সংস্থাগুলি দরপত্র আহ্বান করছে।” নথিতে প্রয়োজনীয় মডেলটি স্পোর্ট (লং হুইলবেস) এবং সাদা রঙের হতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

    গাড়িটির বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। যার ফলে সাতটি গাড়ির মোট দাম প্রায় পাঁচ কোটি টাকা। লোকপাল চায় যে, সরবরাহের আদেশ জারির তারিখ দুই সপ্তাহ থেকে ৩০ দিনের মধ্যে এই গাড়িগুলি দিল্লির বসন্ত কুঞ্জ ইনস্টিটিউশনাল এরিয়ায় অবস্থিত তাদের অফিসে পৌঁছে দেওয়া হোক। 

    নথিতে বলা হয়েছে, নির্বাচিত বিক্রেতা বা সংস্থার দ্বারা সরবরাহ করা বিএমডব্লিউ গাড়ির দক্ষ, নিরাপদ এবং সর্বোত্তম পরিচালনা নিশ্চিত করার জন্য ভারতের লোকপালের চালক এবং অন্যান্য মনোনীত কর্মীদের জন্য একটি বিস্তৃত ব্যবহারিক এবং তাত্ত্বিক প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনা করতে হবে। প্রশিক্ষণটি কমপক্ষে সাত দিনের জন্য পরিচালিত হবে এবং যানবাহন সরবরাহের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। ভারতের লোকপালের সঙ্গে পরামর্শ করে সঠিক সময়সূচি চূড়ান্ত করা হবে। এরপরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

    বিএমডব্লিউ-র ওয়েবসাইট অনুসারে, নতুন বিএমডব্লিউ ৩ সিরিজ লং হুইলবেস এই বছরের শুরুতে ভারতে লঞ্চ করা হয়েছিল এবং এটি তার সেগমেন্টের সবচেয়ে লম্বা গাড়ি, যার দ্বিতীয় সারির সিটটি সবচেয়ে প্রশস্ত। 

    ভারতের বর্তমান লোকপাল হলেন বিচারপতি অজয় ​​মানিকরাও খানউইলকর, যিনি ২০২৪ সালের মার্চ মাসে নিযুক্ত হন। তিনি প্রথম লোকপাল হিসেবে দায়িত্ব পালনকারী বিচারপতি পিনাকী চন্দ্র ঘোষের স্থলাভিষিক্ত হন। অজয় ১৩ মে, ২০১৬ থেকে ২৯ জুলাই, ২০২২ পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • Link to this news (আজকাল)