ময়নাগুড়ি গণধর্ষণ কাণ্ড: গ্রেপ্তার আরও ২ অভিযুক্ত
বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, ময়নাগুড়ি: ময়নাগুড়ি গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার আরও দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম বিষ্ণু রায় এবং মিন্টু রায়। মোট তিনজনের বিরুদ্ধে অভিযোগ ছিল। ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকেই গ্রেফতার হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার গণধর্ষণের অভিযোগ থানায় জমা করেছিলেন ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের এক গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল গৌরাঙ্গ রায় নামে এক অভিযুক্তকে। তবে বাকি দুই অভিযুক্ত পলাতক ছিল। গতকাল অর্থাৎ সোমবার রাতে অভিযুক্তদের গ্রেফতার করে ময়নাগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে, গত শুক্রবার ওই গৃহবধুর স্বামী ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন। তখন তিন যুবক তাঁদের বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। ওই গৃহবধূর উপর অভিযুক্ত তিনজন পাশবিক অত্যাচার চালায়। নির্যাতিতার শরীরের বিভিন্ন স্থানে অভিযুক্তরা আঁচড় এবং কামড় দেয়। ওই গৃহবধূকে গণধর্ষণ করে বলেও অভিযোগ ওঠে। পরবর্তীতে অভিযুক্তরা এই ঘটনা কাউকে জানালে ওই গৃহবধূ ও তার স্বামীকে খুন করার হুমকি দেয়। এই ঘটনার পরই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ওই গৃহবধূ। তিনি জানিয়েছেন, অভিযুক্তরা তাঁদের এলাকারই বাসিন্দা। তারা গণধর্ষণের পর হুমকিও দিয়ে গিয়েছিল। সেই কারণেই থানায় অভিযোগ জানাতে তিনি ভয় পাচ্ছিলেন। শেষে গত রবিবার থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এই ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিকরা বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত বিষ্ণু এবং মিন্টু পলাতক ছিল। এরপর গত সোমবার রাতে অভিযুক্তরা এলাকায় আসে। এই খবর পাওয়ার পরই তাদের গ্রেফতার করা হয়। এলাকার আইসি সুবল ঘোষ বলেন, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রথমে একজন এবং পরবর্তীকালে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।