• উলুবেড়িয়া মেডিকেলে মহিলা চিকিৎসককে হেনস্তা, ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ
    বর্তমান | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: মহিলা চিকিৎসককে উলুবেড়িয়া মেডিকেলে হেনস্তার ঘটনায় ধৃত দু’জনকে আজ, মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক তাদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এদিন ওই মহিলা চিকিৎসকের গোপন জবানবন্দিও নেওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় গতকাল অর্থাৎ সোমবার মহিলা চিকিৎসকের অভিযোগের পর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে উলুবেড়িয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কলেজের দায়িত্বপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল এবং মেডিকেল সুপার সুবীরবাবু জানান, কী কারনে এই ঘটনা ঘটল তা নিয়ে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তদন্তের রিপোর্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি মেডিকেল কলেজে নিরাপত্তা কর্মীর অভাবের কথা স্বীকার করে নিলেও তাঁর দাবি আরও ২৮ জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হচ্ছে। তবে আরও নিরাপত্তা কর্মীর প্রয়োজন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)