‘বিজেপির চাপে’ মনোনয়ন প্রত্যাহার ৩ জন সুরজ প্রার্থীর, পিকে বললেন, ‘না হারিয়ে থামব না’
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের আগে বিস্ফোরক অভিযোগ প্রশান্ত কিশোরের। পিকের অভিযোগ, বিজেপি ভয় দেখিয়ে তাঁর দলের প্রার্থীদের নাম প্রত্যাহার করার জন্য চাপ দিচ্ছে। গেরুয়া চাপে ইতিমধ্যেই জনা তিনেক প্রার্থী নাম প্রত্যাহার করে নিয়েছেন। প্রশান্ত কিশোরের অভিযোগ, বিজেপি ভয় পেয়েছে। তাই জন সুরাজের প্রার্থীদের যে কোনও ভাবে ভোটের ময়দান থেকে সরাতে চাইছে। যদিও একই সঙ্গে তিনি হুঙ্কার দিয়েছেন, “বিজেপিকে না হারানো পর্যন্ত তাঁর লড়াই থামবে না।”
এনডিএ বনাম মহাজোটের চিরাচারিত লড়াইয়ে বিহারের রাজনীতিতে তৃতীয় বিকল্প হিসাবে নিজেকে তুলে ধরেছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর জন সুরজ পার্টি জাতপাতের রাজনীতিতে ক্লিষ্ট বিহারে নতুন ভোরের স্বপ্ন দেখায়। কিন্তু প্রথম নির্বাচনে নামার আগে নানাবিধ সমস্যায় জর্জরিত পিকের দল। একটা সময় বিহারজুড়ে যে উন্মাদনা প্রশান্ত এবং তাঁর দলকে নিয়ে শুরু হয়েছিল, সেটা এখন অনেকটা স্তিমিত। পিকের ঘোষিত একাধিক প্রার্থী নামও প্রত্যাহার করছেন। যদিও প্রাক্তন ভোটকুশলী তথা অধুনা জন সুরজ প্রতিষ্ঠাতার দাবি, এই সবকিছুর নেপথ্যে বিজেপি।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পিকে বললেন, “জন সুরজের উত্থানে বিহারে সবচেয়ে বেশি ভয় পেয়েছে বিজেপি। আমাদের প্রার্থীদের লোভ দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ওরা মানুষকেও ভয় দেখায়। ওরা বিহারবাসীকে মহাজোটের ভয় দেখাচ্ছে, বলছে বিজেপিকে ভোট না দিলে জঙ্গলরাজ চলে আসবে। ওরা কিন্তু মহাজোটের প্রার্থীদের ভয় দেখায় না। যা ভয় দেখানোর আমাদের প্রার্থীদের দেখানো হচ্ছে। এর মধ্যেই ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।”
একই সঙ্গে পিকের হুঙ্কার, বিজেপি যতই ভয় দেখাক, যতই প্রার্থীদের কিনে নিক। আসল কথা বলবে মানুষ। তাঁর হুঙ্কার, “বিজেপিকে না হারানো পর্যন্ত আমরা হার মানব না।”