‘চা-ওয়ালা’র বাড়িতে কোটি টাকা, দেদার সোনা! অভিনব সাইবার ক্রাইম ফাঁস পুলিশের, গ্রেপ্তার ২
প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির কাছে চালাতেন ছোট চায়ের দোকান। কয়েক মাসের ব্যবধানে ভোল বদল! বাড়িতে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা-সহ বিপুল সোনা ও রুপো উদ্ধার করেছে পুলিশ। সাইবার ক্রাইমের মাথা হিসাবে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জ জেলায়।
গোপন সূত্রে খবর পেয়ে ১৭ অক্টোবর, শুক্রবার গভীর রাতে আমাইথি খুর্দ গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। দুই ভাই অভিষেক কুমার ও আদিত্যকুমারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, এই দুই ভাই বিহারে সাইবার ক্রাইমের চাঁই। সেই প্রতারণার জাল অন্য রাজ্যেও ছড়িয়ে রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধান অভিযুক্ত অভিষেক কুমার সাইবার অপরাধ চক্রে যোগ দেওয়ার আগে একটি ছোট চায়ের দোকান চালাতেন। পরে তিনি দুবাই চলে যান। সেখান থেকে তিনি জালিয়াতির কাজকর্ম পরিচালনা করতেন বলে ধারণা পুলিশের। তদন্তকারীদের আরও দাবি, অভিষেকের ভাই আদিত্য কুমার ভারতে লেনদেন ও বাকি কাজ পরিচালনা করেন। ডিএসপি অবন্তিকা দিলীপ কুমার বলেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই চক্রটি জালিয়াতির টাকা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে।” পুলিশ সন্দেহ করছে যে এই নেটওয়ার্কটি বিহারের বাইরেও বিস্তৃত। এই চক্রের সঙ্গে জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে ধৃতদের বাড়ি থেকে ৮৫টি এটিএম কার্ড, ৭৫টি ব্যাঙ্কের পাসবুক, ২৮টি চেকবুক, আধার কার্ড, দু’টি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন এবং একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যাঙ্কের পাসবুকগুলির বেশিরভাগই বেঙ্গালুরুতে থেকে ইস্যু করা হয়েছিল। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।