• বিজেপির ‘বি টিম’ তকমা ঘোচানোর চেষ্টা! এবার সরাসরি কংগ্রেসকে সমর্থন ঘোষণা করলেন ওয়েইসি
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানা তৈরি হওয়ার পর প্রথমবার। সরাসরি কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করলেন আসাদউদ্দিন ওয়েইসি। হায়দরাবাদের জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সরাসরি কংগ্রেসকে সমর্থন করবে ওয়েইসির দল AIMIM। যা রাজ্য এবং জাতীয় রাজনীতিতে বেশ তাৎপর্যপূর্ণ।

    আসলে বিজেপির প্রবল বিরোধিতা করলেও ওয়েইসি এবং কংগ্রেস এতদিন নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এসেছে। বস্তুত হায়দরাবাদে এতদিন ওয়েইসির মূল প্রতিদ্বন্দ্বীই ছিল কংগ্রেস। এর মূল কারণ, কংগ্রেসের আশঙ্কা ছিল ওয়েইসির সঙ্গে নাম জড়ালে হিন্দু ভোটারদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। তাছাড়া স্থানীয় রাজনীতির সমীকরণও ছিল অন্যরকম। এবার সবটাই বদলে যাচ্ছে।

    আসলে এতদিন তেলেঙ্গানার শাসক ছিল বিআরএস। ওয়েইসির এআইএমআইএম বিআরএসের সঙ্গে সুসম্পর্ক রেখে চলত। কিন্তু গত বিধানসভায় পালাবদলের পর বিআরএস এখন প্রান্তিক শক্তি। বদলে ক্ষমতায় কংগ্রেস, চ্যালেঞ্জার হিসাবে উঠে এসেছে বিজেপি। ওয়েইসি বুঝে গিয়েছেন, রাজ্যে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শাসকদলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সেকারণেই হায়দরাবাদের জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করলেন ওয়েইসি।

    ২০২৩ সালের বিধানসভা ভোটে তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি ক্ষমতাচ্যুত হলেও সেকেন্দ্রাবাদের অন্তর্গত জুবিলি হিলসে জিতেছিলেন রাও-ঘনিষ্ঠ মঙ্গতি গোপীনাথ। হারিয়েছিলেন কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিনকে। গোপীনাথের মৃত্যুর কারণে এ বার সেখানে উপনির্বাচন হচ্ছে। মুখ্যমন্ত্রীর রেবন্ত রেড্ডির জন্য এই আসন প্রেস্টিজ ফাইট। কারণ এবার সেখানে বিজেপি অনেকটা শক্তি বাড়িয়েছে। শোনা যাচ্ছে, গোপনে রেবন্তই ওয়েসির সঙ্গে যোগাযোগ করেছিলেন। শেষ পর্যন্ত সরাসরি ওয়েইসি কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন। তেলঙ্গানার রাজনীতিতে এই প্রথম এমন কাণ্ড ঘটছে। ২০২৩ সালে জুবিলি হিলসে আজহারউদ্দিনকে ১৬ হাজারের বেশি ভোটে হারায় বিআরএস। মিম প্রায় ৮ হাজার ভোট পেয়েছিল। এ বার কংগ্রেস আজহারউদ্দিনের বদলে নবীন যাদবকে প্রার্থী করেছে। তাঁকেই সমর্থন করবে মিম। ওয়েসির দাবি, “এই ভোটে তো আর সরকার বদলাবে না। তাই উন্নয়নের স্বার্থে সরকারকেই সমর্থন করা দরকার। তাছাড়া বিজেপিকে আটকানোও দরকার।” মজা হচ্ছে এই ওয়েইসিই আবার বিহারে মহাজোটে জায়গা না পেয়ে আলাদা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। 
  • Link to this news (প্রতিদিন)