সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চম শ্রেণির ছাত্রকে শ্রেণিকক্ষে আটকে পিভিসি পাইপ মারধরের অভিযোগ স্কুলেরই প্রিন্সিপালের বিরুদ্ধে। বেঙ্গালুরুর স্কুলের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছাত্রের মায়ের অভিযোগ, স্কুলের আরও এক শিক্ষক হেনস্থা করছে তাঁর ছেলেকে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
ছাত্রের মা দিব্যা অভিযোগ করেছেন, বেঙ্গালুরুর মাগাড়ি রোডের স্কুলে পড়ে তার নয় বছরের ছেলে। গত ১৪ অক্টোবর তাকে স্কুলে আটকে রেখে মারধর করা হয়ে। এই ঘটনায় অভিযুক্ত স্কুলের প্রিন্সিপাল রাকেশ কুমার এবং শিক্ষিকা চন্দ্রিকা। দিব্যার অভিযোগ, ঘটনার দিন স্কুলে যাওয়ার পরেই তার ছেলেকে একটি ফাঁকা শ্রেণিকক্ষে আটকে রাখা হয়েছিল। এরপর রাকেশ এবং চন্দ্রিকা পঞ্চম ছাত্রকে হেনস্তা করে। বিকেল অবধি তাকে আটকে রাখা হয়েছিল। এমনকী রাকেশ পিভিসি পাইপ ছাত্রকে মারধর করে বলেও অভিযোগ। এতখানি অত্যাচার কেন?
ছাত্রের মায়ের অভিযোগের পরেই প্রিন্সিপাল রাকেশ কুমারকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে ছাত্রকে মারধরের কথা স্বীকারও করেছেন তিনি। রাকেশ জানান, স্কুলে ছাত্রের উপস্থিতির হার কম। সেই কারণে তাকে ‘শাস্তি’ দেওয়া হয়েছিল। যাতে করে ভবিষ্যতে সে এমন কাজ না করে। পঞ্চম শ্রেণির ছাত্রকে এতখানি সাজা? এর উত্তর মেলেনি। জানা গিয়েছে যে জামিনে ছাড় পেয়েছেন অভিযুক্ত প্রিন্সিপাল। এদিকে কর্নাটকের আরও একটি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ সামনে এসেছে। দুই ঘটনায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।