• মঞ্চে উঠেই মহিলাকে মালা নীতীশের! ‘গজব আদমি হ্যায়…’ খোঁচা তেজস্বীর
    প্রতিদিন | ২২ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর হপ্তা দুয়েক বাকি রয়েছে বিহারের ভোটের। তার আগেই জমে উঠেছে ভোটরঙ্গ! এবার এক জনসভায় এক মহিলাকে মালা পরিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদবের কটাক্ষের শিকার হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। যদিও সংবাদ প্রতিদিন ডিজিটাল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

    মঙ্গলবার মুজাফফরপুরে গিয়েছিলেন নীতীশ। নির্বাচনী জনসভা ছিল সেখানে। আর তখনই ৭৪ বছরের নেতাকে দেখা যায় হাতজোড় করে তাঁর সামনে দাঁড়িয়ে এক মহিলাকে মালা পরাতে যেতে! তখনই জেডিইউয়ের রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা তাঁকে বাধা দেন। কিন্তু নীতীশ প্রথমে হাত নামিয়ে নিলেও অচিরেই মহিলার গলায় মালাটি পরিয়ে দেন। সঙ্গে সঙ্গে জনতার মধ্যে থেকে হর্ষধ্বনি ওঠে। মুখ্যমন্ত্রী মাইক্রোফোনের সামনে মুখ এনে বলেন, ”ই গজব আদমি হ্যায় ভাই! (এ তো আজব লোক)” তাঁর নজর ছিল সঞ্জয় ঝা-র দিকে! এই ভিডিওটি শেয়ার করেছেন তেজস্বী। লিখেছেন, ‘ই গজব আদমি হ্যায় ভাই। মুখ্যমন্ত্রী যদি সুস্থই থাকেন, তাহলে লিখিত ভাষণ পড়ার পর কেন তিনি এমন কাজ করছেন?’

    ভোটের মুখে নীতীশকে আক্রমণ করার কোনও সুযোগ ছাড়ছেন না তেজস্বী। কয়েকদিন আগেই তাঁকে বলতে শোনা গিয়েছিল, নীতীশ কুমার এখন ছায়ামাত্র। তাঁর হাতে কোনও ক্ষমতা নেই। তাঁর দল এখন চালাচ্ছেন জেডিইউয়ের অন্য তিন উচ্চবর্ণের নেতা। যাঁদের বিজেপি কিনে নিয়েছে। তাঁর সাফ কথা, “জেডিইউ আর নীতীশের নেই। বিজেপির কাছে বিক্রি হয়ে যাওয়া এই তিন নেতাই দল চালাচ্ছেন। এঁরা নীতীশ কুমারকে বরবাদ করে দিয়েছেন। সেকারণেই প্রথমবার জেডিইউ বিহারে বিজেপির সিনিয়র শরিকের তকমাও হারিয়েছে।” এবার ফের নতুন করে আক্রমণ শানালেন তেজস্বী।
  • Link to this news (প্রতিদিন)