সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের পর মুম্বই! ইতিমধ্যেই দেখা গিয়েছে, আসন্ন নির্বাচনে বিহারে ১২টি আসনে ইন্ডিয়া জোটের দলগুলি একে অপরের বিরুদ্ধে লড়তে চলেছে। এর মধ্যেই মহারাষ্ট্রে পুরভোটেও একা লড়ার সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস। এমনই দাবি বর্ষীয়ান কংগ্রেস নেতা ভাই জগতাপের। আর তারপরই শিব সেনার উদ্ধব শিবিরের খোঁচা কং নেতাকে।
ভাই জগতাপ দাবি করেছেন, রাজ ঠাকরের দলের সঙ্গে কোনও জোট করছে না কংগ্রেস। এমনকী, মুম্বই পুর ভোটে উদ্ধবের শিবিরের সঙ্গেও আসন বণ্টনের পথে যাবে না তারা। মহারাষ্ট্রের নতুন কংগ্রেস সভাপতি রমেশ চেন্নিথালা নবগঠিত কমিটিতে নাকি তা আলোচিতও হয়েছে।
যদিও কংগ্রেস এখনও কোনও ঘোষণা করেনি, উদ্ধব ঠাকরের দল কিন্তু ইতিমধ্যেই খোঁচা দিয়েছে। শিব সেনার উদ্ধব শিবিরের নেতা আনন্দ দুবে বলছেন, ”জোটের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সিনিয়র কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং শিবসেনার উদ্ধব ঠাকরেরা। তবে আমাদের চ্যালেঞ্জ করতে যাবেন না। আমরা শিব সেনা এবং গত নির্বাচনে আমরা একাই প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপিকে হারিয়ে দিয়েছি। আমরা জোট শরিকদেরও সম্মান করি। কিন্তু একা নির্বাচনে লড়তেও সম্পূর্ণ প্রস্তুত।”
প্রসঙ্গত, বিহারে আলাদা ভাবেই প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস, আরজেডি, আপ, সিপিআই-সহ ইন্ডিয়া জোটের দলগুলি। বিরোধী পক্ষের ‘ফাটল’ নিয়ে ব্যঙ্গ করেছেন লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান। তিনি বলছেন, ‘মহাগটবন্ধন’ ভার্সেস ‘মহাগটবন্ধন’! এই পরিস্থিতি স্পষ্ট করে দিয়েছে যে বিরোধী জোটের ঐক্য বা সমন্বয় বলে কিছু নেই। সম্ভবত এই কারণেই আসনরফা নিয়ে একাধিক দীর্ঘ বৈঠকের পরেও সমাধানসূত্র মেলেনি। এবার মুম্বই পুর ভোটেও একই ছবি দেখা যাচ্ছে।